Home মাঠজুড়ে ২০৩৫ নারী বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে

২০৩৫ নারী বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে

0
২০৩৫ নারী বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে

নিউজ মেট্রো ডেস্ক :

২০৩৫ নারী বিশ্বকাপ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে । ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার এ ঘোষনা দিয়েছেন।

বেলগ্রেডে অনুষ্ঠিত উয়েফার কংগ্রেসে ইনফান্তিনো বলেন, ‘আজ আমরা ২০৩১ বিশ্বকাপে জন্য একটি বিড গ্রহন করেছি এবং ২০৩৫ বিশ্বকাপের জন্য বৈধ বিড পেয়েছি। এর মধ্যে ২০৩১ বিডটি যুক্তরাষ্ট্রের এবং কনকাকাফের আরো কিছু সদস্য দেশ এখানে থাকার সম্ভাবনা রয়েছে। ৩৫’র বিড এসেছে ইউরোপ থেকে।’

ইনফান্তিনো আরো জানিয়েছেন ২০৩১ টুর্ণামেন্ট থেকে নারী বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড গত মাসে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। তারই ধারাবাহিকতায় আজ এই ঘোষনা আসলো।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা গত মাসে জানিয়েছে তারা ইউরোপ অথবা আফ্রিকা থেকে ২০৩৫ সালের বিডকে স্বাগত জানাবে। ২০২৬ সালের দ্বিতীয় কোয়ার্টারে অনুষ্ঠিতব্য কংগ্রেসে স্বাগতিক শহরগুলোর নাম ঘোষনা করা হবে।

মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র ২০৩১ সালের বিডে অংশ নেবার বিষয়টি নিশ্চিত করেছিল।

আফ্রিকান দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোও বিডে অংশ নেবার দৌড়ে এগিয়ে ছিল। কিন্তু ইনফান্তিনোর ভাষ্যমতে এখন আর তারা প্রতিযোগিতায় নেই।
২০২৭ সালের পরবর্তী নারী বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২৩ নারী বিশ্বকাপে ২৪টি দলের পরিবর্তে ৩২টি দল অংশ নিয়েছিল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here