
নিউজ মেট্রো ডেস্ক :
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই জাভা সাগরে বিধ্বস্থ হয় বলে ধারণা করা হচ্ছে শ্রীভিজায়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি। জাভা সমুদ্র সৈকতে মিলেছে আরোহীদের লাশের খন্ডাংশ। একই সঙ্গে বিমানটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাদ দিয়ে পত্রিকাটির খবরে বলা হয়, বিমানটি মোট ৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিমান বন্দর থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। আকাশে উড্ডয়নের পরপর সেটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে। কিছুক্ষণ পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। স্থানীয় গণমাধ্যমের ধারণা, ওড়ার চার মিনিটের মাথায় ১০ হাজার ফুট উপর থেকে ৬০ সেকেন্ডেরও কম সময়ে উড়োজাহাজটি পড়ে গেছে।
ইন্দোনেশিয়া পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, রাজধানী জাকার্তার দক্ষিণ-পশ্চিমে সমুদ্র সৈকতে যাত্রীদের শরীর ও কাপড়ের খন্ডাংশ পাওয়া গেছে। বিমানটির কিছু ধ্বংসাবশেষও সেখানে পাওয়া যায় বলে পুলিশ জানায়।