NEWS METRO 24

করোনায় দেশে ২৪ ঘন্টায় আরো ২০ জনের মৃত্যু

নিউজ মেট্রো ডেস্ক

কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সনাক্ত হয়েছে আরো ৯৯১ জন রোগী। দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত  চব্বিশ ঘন্টায় ১৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে ৯৯১ জন রোগী শনাক্ত হয়েছেন।

করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনে। আর মারা গেছেন ৭ হাজার ৬৭০ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম করোনা রোগী মারা যায়।

Exit mobile version