NEWS METRO 24

ওয়ানডে ও টেস্ট খেলতে ঢাকায় ক্যারিবিয় দল

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আজ রবিবার ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ১০টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি। তবে করোনার ঝুঁকি, ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ১২ ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন।
করোনায় ১০ মাসের বিরতির পর বাংলাদেশ দলের এটিই প্রথম আন্তর্জাতিক সিরিজ। গত বছর মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ।
ঢাকায় এসে সাতদিন কোয়ারেন্টাইনে থাকবে সফরকারীরা। সফরকালে পাঁচবার করোনা পরীক্ষা হবে তাদের।
আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। পরে তিন ম্যাচের (২০, ২২, ২৫ জানুয়ারি) ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৯-৩১ জানুয়ারি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা। ৩-৭ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

Exit mobile version