
নিউজ মেট্রো প্রতিনিধি :
ওয়েস্ট ইন্ডিজের বিরূদ্ধে প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৪৩০ রান করেছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে এটি মিরাজের প্রথম শতরান।
আগের দিনের ৫ উইকেটে ২৪২ রান হাতে নিয়ে বৃহস্পতিবার সকালে ব্যাটিং শুরু করে বাংলাদেশ দল। কিন্তু শুরুতেই লিটন দাশকে হারিয়ে ধাক্কা খায় দলটি। দিনের তৃতীয় ওভারে ৯২ বলে ৪১ রান করে স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড আউট হন লিটন।
লিটন ফেরার পর সপ্তম উইকেট জুটিতে মিরাজকে সঙ্গী করে পরস্পর সমঝোতার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিরূদ্ধে ব্যাট চালাতে থাকেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফিরে প্রথম ম্যাচেই ১১০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।
সাকিবের বিদায়ের পর মিরাজের অষ্টম উইকেট জুটিতে মিরাজের সঙ্গী হন তাইজুল ইসলাম। কিন্তু মাত্র ১৮ রান করে শ্যানন গ্যাব্রিয়েলের বলে আউট হয়ে যান তাইজুল। এরপরও একপাশ আগলে রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান মিরাজ। ১৬১ বলে ১৩টি চারের মাধ্যমে তুলে নেন ১০৩ রান। তার উইকেটের মাধ্যমে ৪৩০ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ।