NEWS METRO 24

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি : তারেক রহমানের দুই বছর কারাদন্ড

নিউজ মেট্রো প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সাত বছর আগে দায়ের করা এ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় নড়াইল জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আমাতুল মোর্শেদা বৃহস্পতিবার এ রায় দেন।

মামলার আসামী তারেক রহমানকে পলাতক দেখিয়ে যেদিন তিনি গ্রেফতার বা আদালতে স্বেচ্ছায় হাজির হবেন সেদিন থেকে এ রায় কার্যকর হবে বলেও জানিয়েছেন আদালত।

নড়াইল জেলার পাবলিক প্রসিকিউটর এমদাদুল ইসলাম জানান, মামলায় ২০১৪ সালের ১৬ই ডিসেম্বর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান শেখ মুজিবুর রহমানকে “রাজাকার” ও “পাকবন্ধু” হিসেবে উল্লেখসহ নানা অবমাননাকর কটূক্তি করেন। ওই বছর ২৪শে ডিসেম্বর নড়াইলের কালিয়া আমলী আদালতে তারেক রহমানের বিরূদ্ধে মানহানির মামলা করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস।

Exit mobile version