NEWS METRO 24

আইপিএল নিলামে সর্বোচ্চ দরের তালিকায় সাকিব

নিউজ মেট্রো স্পোর্টস :

আসন্ন আইপিএলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকাভূক্ত হয়েছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। এ তালিকায় রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের আরো ১০ জন ক্রিকেটার। আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইতে এ নিলাম অনুষ্ঠিত হবে।নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে আইপিএলে ছিলেন না সাকিব ।

আসন্ন আইপিএল নিলামের জন্য বিভিন্ন দেশের মোট ১০৯৭ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন।  এর মধ্যে ভারতের  রয়েছেন ৮১৪ জন। বাংলাদেশের ৫জন সহ অন্যান্য দেশের মোট ২৮৩ জন খেলোয়াড় রয়েছেন।

সাকিবের মতো সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায় থাকা অন্যরা হলেন-কেদর যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

Exit mobile version