NEWS METRO 24

কক্সবাজারে পুলিশের জালে আটকা ১৪ লাখ ইয়াবা ও ২ বস্তা টাকা

নিউজ মেট্রো প্রতিনিধি
খুরুশকুল-চৌফলদন্ডী ব্রিজের পাশে ভারুয়াখালী খালে খালে নোঙ্গর করা একটি মাছ ধরা নৌকায় অভিযান চালিয়ে ৭ বস্তা ইয়াবা আটক এবং মাদক ব্যবসায়ী ফারুকের বাড়ি থেকে ২ বস্তা টাকা জব্দ করেছে কক্সবাজার পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  একাধিক স্থানে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকার সন্ধান পায় তারা।
বিস্তারিত হিসাবের পর জব্দকৃত ইয়াবার সংখ্যা ১৪ লাখ পিস ও টাকার পরিমাণ এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ বলে জানিয়েছন পুলিশ কর্মকর্তারা।
এ বিষয়ে অবহিত করতে পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুল-চৌফলদন্ডী ব্রিজের পাশে ভারুয়াখালী খালে ডিবির চালানো অভিযানে সাত বস্তা ইয়াবার বৃহৎ চালান জব্দ করা সম্ভব হয়। এতে ১৪ লাখ ইয়াবা মিলে। এ ইয়াবা চালানের সাথে ট্রলার মালিকসহ দুজন পাচারকারীকেও গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও ২ জনকে আটক করা হয়। এরা হলেন, ট্রলার মালিক কক্সবাজার শহরের নুনিয়ারছরা এলাকার নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ফারুক (৩৭), তার শ্বশুর আবুল কালাম (৫৫), শ্যালক শেখ আবদুল্লাহ (১৯) ও মোজাফফরের ছেলে মোহাম্মদ বাবু (৫৫)।
পুলিশ সুপারে বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে উখিয়ার ইনানীর রেজুরখাল মোহনা থেকে ইয়াবার বিশাল এ চালানটি তারা গ্রহণ করে চৌফলদন্ডী ঘাটে এনে খালাসের অপেক্ষা করছিল।
তিনি জানান, গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ফারুকের স্বীকারোক্তি মতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় ফারুকের বাসার লাগোয়া তার (ফারুকের) মামা নয়নের খালি ভিটার টিনের ঘরের মাটির নিচ বিশেষ কায়দায় বস্তা ভরে লুকিয়ে রাখা দু’বস্তা টাকা জব্দ করা হয়। বস্তা খুলে তা গুনে এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।
Exit mobile version