NEWS METRO 24

উইম্যান চেম্বারের সিএমএসএমই মেলা সমাপ্ত

সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্যালেন্টাইনস্ ডে উদযাপন, পুরস্কার বিতরণ ও স্টলের উদ্যোক্তা এবং অতিথিদের মাঝে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে রোববার সমাপ্ত হয়েছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক আয়োজিত প্রিজম বাংলাদেশ এবং এসএমই ফাউন্ডেশন এর সহযোগিতায় সিএমএসএমই উদ্যোক্তাদের রকমারী পণ্যের বিক্রয় ও প্রদর্শনী ।

সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট ইনচার্জ (সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট) আবিদা মোস্তফার সভাপতিত্বে হোটেল আগ্রাবাদে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সিএমপি এর সভানেত্রী শরমিন জাহান। আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগ চট্টগ্রামের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সংরক্ষিত আসনের প্রাক্তন সাংসদ সাবিহা নাহার বেগম, পুনাক সিএমপি এর সাধারণ সম্পদিকা সানোয়ারা সুলতানা, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক রেবেকা নাসরিন, কো-চেয়ারপার্সন কাজী তুহিনা আক্তার, ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তারসহ অন্যন্য পরিচালক, সদস্যবৃন্দ এবং পুনাক সিএমপি এর সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সিডব্লিউসিসিআই এর এই আয়োজন কোভিড-১৯ পরিস্থিতিতে মহিলা উদ্যোক্তাদেরকে যেমন দিয়েছে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ এবং নতুন কর্মোদ্দীপনা তেমনি এক গেঁয়েমি জীবন থেকে উত্তরনের সুযোগ। সমাপনী অনুষ্ঠান ভার্চুয়ালি অংশগ্রহন করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, পরিচালক সুলতানা নূরহাজান রোজী, প্রাক্তন পরিচালক সেরিনা তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিডব্লিউসিসিআই এর প্রাক্তন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রুহী মোস্তফা।

প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version