NEWS METRO 24

শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত

নিউজ মেট্রো প্রতিনিধি  : বগুড়ার শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার ভোর ৫টার দিকে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে বগুড়া অভিমুখী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন মারা যান। আহত হন আরও অন্তত ১০ জন।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Exit mobile version