NEWS METRO 24

বিশ্ব র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বন্দর অনেক এগিয়েছে : তরফদার রুহুল আমিন

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছেন সাইফপাওয়ারটেক লি. এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেছেন, বিশ্ব র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান কয়েক বছর পূর্বেও যেখানে ১০০ তম স্থানের কাছাকাছি ছিলো সেটি এখন অনেক অগ্রসর হয়ে বর্তমানে ৫৮-তে উন্নীত হয়েছে। চট্টগ্রাম বন্দরকে এখানকার সাংবাদিকরা যেভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন তা সত্যিই অনবদ্য। চট্টগ্রাম বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ২০০৭ সাল থেকে সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্টগ্রাম বন্দরের টার্মিনাল হ্যান্ডলিং অপারেটরের দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ৬০ শতাংশের বেশি কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এক্ষেত্রে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
গতকাল সোমবার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম।
Exit mobile version