NEWS METRO 24

সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি

নিহত সাংবাদিক মুজাক্কির

নোয়াখালিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
এক বিবৃতিতে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কতিপয় বেপরোয়া ও উচ্ছৃংখল রাজনৈতিক নেতাকর্মীদের সহিংস কর্মকান্ডের কারণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ ক্রমশ অনিরাপদ হয়ে পড়েছে। সাংবাদিক মুজাক্কিরের গুলিবিদ্ধ হয়ে মারা যাবার ঘটনা তারই একটি দৃষ্টান্ত।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বুরহান উদ্দিন জাহাঙ্গীর হত্যাকান্ডের তিন দিন অতিবাহিত হবার পরও খুনের সঙ্গে জড়িতরা গ্রেফতার না হওয়ায় পুলিশ প্রশাসনের ভ‚মিকাও এখন প্রশ্নবিদ্ধ। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে খুনিদের গ্রেফতারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান নেতৃবৃন্দ।
-প্রেস বিজ্ঞপ্তি
Exit mobile version