NEWS METRO 24

কারাগারে মুশতাক হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক :

দেশ জুড়ে আলোচিত কারাগারে লেখক মুশতাক হত্যার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্র্রণালয়। মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, কারা উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার। এছাড়া সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব আরিফ আহমদ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, কারা উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার। এছাড়া সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব আরিফ আহমদ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বন্দী ছিলেন লেখক মুশতাক আহমেদ। গত বৃহস্পতিবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৮ টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version