
নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাব।
কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী জাতির পিতার ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর ম্যুরাল ফুল দিয়ে সজ্জিতকরণ, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রেস ক্লাব প্রাঙণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা অনুষ্ঠান।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম ও মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, সিইউজে’র যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, সিইউজে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, তথাকথিত বুদ্ধিজীবী নামধারী বিভিন্ন গণমাধ্যমে সুকৌশলে বঙ্গবন্ধুর মাহাত্মকে ক্ষুন্ন করার চেষ্টা করছে। যেটা কিছুতেই হতে দেয়া যায় না। আওয়ামী লীগ যখন এদেশের ক্ষমতায় ছিল না তখনও চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়মিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এই ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে। জাতির জনকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা দিন দিন আরো বাড়তে থাকবে বলে প্রেস ক্লাব সভাপতি উল্লেখ করেন।
