Home বন্দর নগরী সিইউজে ও প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

সিইউজে ও প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

0
সিইউজে ও প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে কেক কাটছেন প্রেস ক্লাব সভিাপতি আলহাজ্ব আলী আব্বাস।

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাব।

কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী জাতির পিতার ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর ম্যুরাল ফুল দিয়ে সজ্জিতকরণ, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রেস ক্লাব প্রাঙণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা অনুষ্ঠান।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন  সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম ও মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, সিইউজে’র যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, সিইউজে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক  ইফতেখার ফয়সাল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সিইউজে নেতৃবৃন্দ

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, তথাকথিত বুদ্ধিজীবী নামধারী বিভিন্ন গণমাধ্যমে সুকৌশলে বঙ্গবন্ধুর মাহাত্মকে ক্ষুন্ন করার চেষ্টা করছে। যেটা কিছুতেই হতে দেয়া যায় না। আওয়ামী লীগ যখন এদেশের ক্ষমতায় ছিল না তখনও চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়মিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এই ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে। জাতির জনকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা দিন দিন আরো বাড়তে থাকবে বলে প্রেস ক্লাব সভাপতি উল্লেখ করেন।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ

এ সময় ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, সিইউজে’র সহসভাপতি অনিন্দ্য টিটো, টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মনজুর কাদের মনজু, স্থায়ী সদস্য দেব প্রসাদ দাস দেবু, তপন দাশ বর্মন, গোলাম সরওয়ার, এস এম আফজল রহিম সিদ্দিকী, সান্টু কুমার দাশ, মোহাম্মদ ফারুক, রাজেশ চক্রবর্তী, সোহেল সরওয়ার, ফরিদ উদ্দিন, সাইদুল ইসলাম, সুবল বড়ুয়া, সরওয়ার কামাল, ইমরান এমি, এম এ হান্নান কাজল, বাচ্চু বড়ুয়া, নুর মোহাম্মদ রুবেল, কমল দাশ, শ্যামল নন্দী সহ প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে এবং চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here