NEWS METRO 24

ইউপি-পৌরসভাসহ সব ধরণের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকারে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ সব ধরণের নির্বাচন স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার ( এপ্রিল) নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি মো. নুরুল হুদা।
তিনি বলেন, তিনি বলেন, ৩১ মার্চের পর আপাতত আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত
বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার সাংবাদিকদের বলেন,আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন, চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের শূন্যপদে নির্বাচনও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব নির্বাচন স্থগিত থাকবে। তবে লক্ষ্মীপুর আসনের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানের ১২৩() অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সিলেট আসনের উপনির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
Exit mobile version