NEWS METRO 24

চট্টগ্রামে করোনায় একদিনে মারা গেছেন ১১, নতুন আক্রান্ত ৯২৭

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে করোনায় একদিনে মারা গেছেন ১১জন। সেই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২৭ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার সকালে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রামের করোনা পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করে সিভিল সার্জন কার্যালয়। এতে দেখা যায়, চট্টগ্রামের আটটি ল্যাবে মোট ৩ হাজার ১৯৩জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ৯২৭ জন করোনা পজিটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগর এলাকা ৫৩২ জন ও উপজেলা এলাকার ৩৯৫ জন রোগী রয়েছেন। সনাক্তের হার ২৯ দশমিক শূণ্য তিন শতাংশ।
পরিসংখ্যানে দেখা যায়, নগরীর বাইরে উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে হাটহাজারীতে। সেখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১০৩ জন। এছাড়া রাউজানে ৬৪ জন, পটিয়া ৪৯ জন, চন্দনাইশে ৪৫ জন, সাতকানিয়ায় ৩০ জন, স›দ্বীপে ২৪ জন, ফটিকছড়িতে ২২জন, বোয়ালখালিতে ১৭ জন, বাঁশখালীতে ১০ জন, মিরসরাইতে ১০ জন, সীতাকুন্ডে ৯জন, লোহাগাড়ায় ৮জন, রাঙ্গুনিয়ায় ৩জন ও আনোয়ারায় ১জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

Exit mobile version