করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দশ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত কারাবন্দী আসামী জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র সাবেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার ৮টা ১৪ মিনিটে সেখানেই আইসিইউতে তাঁর মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার ও হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কাশিমপুর কারাগার-২ এ কনডেম সেলে বন্দী থাকাবস্থায় গত ২৬ জুলাই আবদুর রহিমের করোনা সনাক্ত হয়। এরপর তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৩১ জুলাই তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৫নম্বর ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। পরে অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়।
চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র আটক মামলায় ২০০৯ সালে ১৬মে গ্রেফতার করা হয় এনএসআই’র সাবেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুজিবুর রহমান এ মামলায় সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। বর্তমানে এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।##