সোমবার পদত্যাগ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিউজ মেট্রো ডেস্ক :
ক্ষমতাসীন জোটের অন্তর্দ্বন্দ্বে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার পদত্যাগ করতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। তিনি এদিন মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লাহ’র কাছে পদত্যাগপত্র জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দেশটির অনলাইন সংবাদ মাধ্যম ‘মালয়েশিয়াকিনি’।
মালয়েশিয়াকিনি’র এক প্রতিবেদনে বলা হয়, কয়েকটি দলের সমর্থন পেয়ে গত বছর মার্চে ন্যূনতম সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসেন মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু জোটের বৃহত্তর শরিক দল ইউনাইটেড মালয়’স ন্যাশনাল অর্গানাইজেশন থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা সম্প্রতি সমর্থন প্রত্যাহার করে নিলে মুহিউদ্দিন ইয়াসিনের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ অবস্থায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এদিকে মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের সিদ্ধান্তের কথা প্রচার হবার পর নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন- তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। করোনা মহামারীর মধ্যে এই মুহূর্তে সেখানে নতুন করে নির্বাচন হবে কি না, তা নিশ্চিত নয়। পরবর্তীকালে মালয়েশিয়ায় ঠিক কী হবে, তা নির্ভর করছে রাজা আলসুলতান আবদুল্লাহর সিদ্ধান্তের ওপর। এক্ষেত্রে তিনি কাউকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বও দিতে পারেন বলে ধারণা করা হ্চ্ছে।