এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৬টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। আর শতভাগ ফেল করেছে ২টি কলেজের পরীক্ষার্থী।
রোববার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ৮৯ দশমিক ৩৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩হাজার ৭২০ জন। এবারের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধিনে মোট ২৬৭টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে ১৬টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কলেজগুলো হলো- চট্টগ্রাম কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সেন্ট প্লাসিড’স স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো হাই স্কুল, সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ, সেন্ট স্কলাসস্টিকা গার্লস হাই স্কুল এন্ড কলেজ, আনোয়ারার কাফকো স্কুল এন্ড কলেজ সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজ, কক্সবাজারের বিআইএম ল্যাবরেটরি (ইংলিশ মিডিয়াম) স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামের মেরন সান কলেজ, বোয়ালখালীর পশ্চিম কদুরখীল স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজ।
অন্যদিকে পাসের হার শূন্য এমন কলেজের সংখ্যা দুটি। তারমধ্যে চট্টগ্রাম আইডিয়াল কলেজের ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয় এবং মহালছড়ির বৌদ্ধ শিশুঘর হাই স্কুল এন্ড কলেজের ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়।