Home অপরাধ জুলাই আন্দোলনে গণহত্যা : এসি জাবেদ ইকবাল গ্রেফতার

জুলাই আন্দোলনে গণহত্যা : এসি জাবেদ ইকবাল গ্রেফতার

0
জুলাই আন্দোলনে গণহত্যা : এসি জাবেদ ইকবাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক সহকারী কমিশনার (এসি) জাবেদ ইকবালকে করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয় জাবেদ ইকবালকে। পরে আদালত তাকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সূত্র জানায়, জুলাই-আগষ্ট ছাত্র আন্দোলন চলাকালে জাবেদ ইকবাল ডিবিতে রমনা বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিমের প্রধান ছিলেন। ২০২৪ সালের  জুলাই মাসে ছয় ছাত্র সমন্বয়ককে আটক করে ডিবিতে আনার নির্দেশনা বাস্তবায়ন করেছিলেন জাবেদ ইকবাল। এমনকি ডিবিতে ছয় ছাত্র সমন্বয়ককে তার কক্ষে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে এসব অভিযোগ তদন্ত করার পর তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়া হয়।

জাবেদ ইকবালের বাড়ি খুলনায়। তিনি ৩৪ তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জাবেদ ইকবালকে জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here