Home মাঠজুড়ে ওয়ানডে ক্রিকেটকে মুশফিকের বিদায়

ওয়ানডে ক্রিকেটকে মুশফিকের বিদায়

2
ওয়ানডে ক্রিকেটকে মুশফিকের বিদায়

স্পোর্টর্স ডেস্ক :

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম। বুধবার ( মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দেন তিনি।

ফেসবুকে নিজস্ব একাউন্ট থেকে দেওয়া পোস্টে মুশফিক লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।  বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা করেছি। গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’

২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন মুশি।

 

2 COMMENTS

  1. Yo, slotspk is pretty decent. I messed around there for a couple hours last night. Got some cool features and it’s easy to navigate. Worth checking out slotspk if you’re looking for something new.

Leave a Reply to slotspk Cancel reply

Please enter your comment!
Please enter your name here