NEWS METRO 24

সিআইডিতে আর থাকছেন না এসিপি প্রদ্যুমন

নিউজমেট্রো ডেস্ক :

জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’ থেকে বিদায় নিতে যাচ্ছেন আলোচিত চরিত্র এসিপি প্রদ্যুমন। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শীঘ্রই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন, আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।

এদিকে অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন স্মৃতি কখনোই ভোলার নয়।’ পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।

এসিপি প্রদ্যুমন চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।

ভারতীয় চ্যানেলে জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘সিআইডি’ শুরু হয় ১৯৯৮ সালে। ভারতীয় চ্যানেল ও ওটিটির পাশাপাশি নেটফ্লিক্সেও দেখা যায় সিরিজটি। ২০ বছর সফলভাবে চলার পর সিআইডি ২০১৮ সালের অক্টোবরে সম্প্রচার বন্ধ করে দেয়। তবে ছয় বছর বাদে আবারও ফেরে সিরিজটি।

এসিপি প্রদ্যুমন বিদায় নিলেও ইন্সপেক্টর দয়া, ইন্সপেক্টর অভিজিৎসহ নতুন সিজনের বাকি চরিত্রগুলোকে যথারীতি পারফর্ম করতে দেখা যাবে সিআইডির সামনের পর্বগুলোতে।

Exit mobile version