NEWS METRO 24

খাগড়াছড়িতে চবি’র পাঁচ শিক্ষার্থী অপহরণ

নিজস্ব প্রতিবেদক :

খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) -কে দায়ী করেছে চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন  ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা।

অপহৃত শিক্ষার্থীরা হলেন- চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি স্রো। তারা পাঁচজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

জানা গেছে, অপহৃত শিক্ষার্থীরা বিজু উৎসব উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাঙামাটির বাঘাইছড়িতে বেড়াতে যান। উৎসব শেষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি সদরে চলে আসেন। ওইদিন চট্টগ্রামগামী বাসের টিকিট না পেয়ে তারা খাগড়াছড়ির কুকিছড়া নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করেন। বুধবার সকালে খাগড়াছড়ির কুকিছড়া থেকে টমটম গাড়ি যোগে খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ি আটকায় এবং টমটম গাড়ির ড্রাইভারসহ ওই ৫ শিক্ষার্থীকে সেখান থেকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত শিক্ষার্থীদের মধ্যে রিশন চাকমা পিসিপির চবি শাখার সদস্য।

এব্যাপারে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমর বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে

Exit mobile version