Home রাজনীতি জাপা নিষিদ্ধে গণ অধিকারের দাবির সঙ্গে একমত জামায়াত

জাপা নিষিদ্ধে গণ অধিকারের দাবির সঙ্গে একমত জামায়াত

6
জাপা নিষিদ্ধে গণ অধিকারের দাবির সঙ্গে একমত জামায়াত

নিজস্ব প্রতিবেদক :

বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা জাতীয় পার্টিকে ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সেই দাবির সঙ্গ একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ তাহেরসহ ৮ সদস্যের প্রতিনিধি দল। এসময় তিনি নুরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় জামায়াতের এই নায়েবে আমীর উপস্থিত সাংবাদিকদের বলেন, নুরের ওপর হামলার এই ঘটনার পিছনে কোন দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে এবং সরকারকেই এটি উদঘাটন করতে হবে।

তিনি বলেন, শুক্রবার রাতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা দেখলাম, এটি আগের সরকারের আমলের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নুরকে চিনেই আক্রমণ করেছে। এতে আগের প্রস্তুতি ও ষড়যন্ত্র ছিল। অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা সরকারের দেখতে হবে। এই ঘটনার মদদদাতাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়ার কথা ছিল তা সরকারের পক্ষ থেকে দেখছি না। আমরা এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। গণঅধিকার পরিষদ যে দাবি জানিয়েছে, আওয়ামী লীগের সহযোগীদের নিষিদ্ধের ব্যপারে, আমরা তার সাথে সহমত।

ডা. তাহের বলেন, ভারতের দালালদের আমরা যেভাবে মোকাবিলা করেছি, এখন যদি সেরকম করতে হয় তাহলে এ সরকারকে অনেক সমস্যা পোহাতে হবে। হামলার এই ঘটনার বিষয়ে আমরা আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করব।

আহত নুরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো আহ্বান জানান তিনি।

 

 

 

 

6 COMMENTS

  1. Stumbled onto bg567.net the other day. It wasn’t bad, actually. Kind of a no-frills experience, but the games loaded quickly and I didn’t run into any major issues. If you’re looking for something straightforward, bg567 might be your jam.

Leave a Reply to taivn88 Cancel reply

Please enter your comment!
Please enter your name here