NEWS METRO 24

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের শোক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ  করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি মোহাম্মদ আমিরুল হক এক বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে, একইসঙ্গে তাঁর নেতৃত্বে অনুপ্রাণিত লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে নেমে এসেছে গভীর শোক।
বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের ইতিহাসে এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব। আমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি সকল বাধা অতিক্রম করে দৃঢ়তা, সাহস এবং নিজের আদর্শের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক হয়ে উঠেছিলেন।
তাঁর নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায়গুলোর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিল এবং সারাজীবন তিনি তাঁর দল, দলের সমর্থকবৃন্দ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার একজন নিবেদিত প্রবক্তা হিসেবে ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজন, প্রিয়জন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই গভীর শোক সহ্য করার শক্তি, ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

-প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version