NEWS METRO 24

চট্টগ্রামে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে ছয়টি সংসদীয় আসনে ১৬জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে বাতিল করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এসব আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, রোববার চট্টগ্রামের মোট সাতটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপী, তথ্যগত ত্রুটিসহ বিভিন্ন কারণে ছয়টি আসনের ১৬জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। একটি আসনের কোন মনোনয়ন বাতিল হয়নি।

বাতিল হওয়া প্রার্থীর মধ্যে রয়েছেন চট্টগ্রাম-৮ আসনে ২জন, চট্টগ্রাম-৯ আসনে ৪ জন, চট্টগ্রাম-১০ আসনে ৫ জন, চট্টগ্রাম-১৩ আসনে ২ জন, চট্টগ্রাম-১৪ আসনে ২ জন ও চট্টগ্রাম-১৬ আসনে ১জন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নয় জন প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে দলীয় মনোনয়নের নমুনা স্বাক্ষর গ্রহণযোগ্য না হওয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সেহাব উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া নির্বাচনী বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের সমর্থন না থাকায় স্বতন্ত্র মো. আজাদ চৌধুরীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার।

এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির এরশাদ উল্লাহ, জামায়াতে ইসলামীর মো. আবু নাছের,  এনসিপির জোবাইরুল হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. নুরুল আলম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. এমদাদুল হক ও বাংলাদেশ খেলাফত মজলিস এর মো. এনায়েত উল্লাহ।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে মোট ১২ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে, দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। শিক্ষা সনদে গরমিল, ব্যাংকের খেলাপী ঋণ ও চসিকের বিল খেলাপীর কারণে বাতিল করা হয় নাগরিক ঐক্যের প্রার্থী নুরুল আফছার মজুমদারের মনোনয়ন। হলফনামায় স্বাক্ষর ও আয়কর রিটার্ন না থাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আবদুল মোমেন চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া এক শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় বাতিল হয়ে যায় স্বতন্ত্র প্রার্থী মিলন কান্তি শর্মার মনোনয়ন।

এ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. ওয়াহেদ মুরাদ, নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আবদুশ শুক্কুর, গণ সংহতির সৈয়দ মো. হাসান মারুফ, জনতার দলের হায়দার আলী চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) শফিউদ্দিন কবির ও ইনসানিয়াত বাংলাদেশ এর মো. নঈম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে মোট এগার জন প্রার্থীর মধ্যে ৫জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এরা হলেন- খেলাফত মজলিসের মো. আলী ওসমান, লেবার পার্টির ওসমান গণি, জাতীয় পার্টির এমদাদ হোসাইন চৌধুরী ও দুই স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী এবং মো. ইউসুফ খান।

এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির সাঈদ আল নোমান, জামায়াতে ইসলামীর শামসুজ্জামান হেলালী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর  মো. লিয়াকত আলী, বাসদের (মার্কসবাদী) আসমা আকতার, ইসলামী আন্দোলনে মো. জান্নাতুল ইসলাম ও ইনসানিয়াত বাংলাদেশের সাবিনা খাতুন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্নফুলী) আসনে বিএনপির আলী আব্বাস ও গণ অধিকার পরিষদের মো. মুজিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম, জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, এনডিএম এর মো. এমরান, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মো. ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নয় জন প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুল হক চৌধুরী ও মো. নুরুল আনোয়ারের মনোনয়ন বাতিল হয়েছে। এলডিপির ওমর ফারুক, বিএনপির জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মৌ. মোহাম্মদ সোলাইমান, জাতীয় পার্টির বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল হামিদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচ এম ইলিয়াস ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে কারো প্রার্থিতা বাতিল হয়নি। এ আসনের তিন বৈধ প্রার্থী হলেন জামায়াতে ইসলামীর মো. শাহজাহান চৌধুরী, বিএনপির নাজমুল মোস্তফা আমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরিফুল আলম চৌধুরী। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আরিফুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থী রয়েছেন বিএনপির মেশকাতুল ইসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর মো. জহিরুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আবদুল মালেক, নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা, বাংলাদেশ মুসলিম লীগের এহসানুল হক, এলডিপির কফিল উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. রুহুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী।

Exit mobile version