নিউজমেট্রো রিপোর্ট :
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সরওয়ার জামাল নিজাম। এবারও দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনের নেমেছেন তিনি। ব্যবসায়ী পরিবারের সন্তান হিসেবে নিজেও দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু নির্বাচন কমিশনে দেওয়া সম্পদ বিবরণীতে দেখা যায়, তাঁর তুলনায় প্রায় দেড় গুণ বেশি সম্পদ রয়েছে তাঁর স্ত্রীর।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, নিজাম শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড নামে স্টক ব্রোকারেজ ফার্ম এর চেয়ারম্যান সরওয়ার জামাল নিজাম। আর ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাঁর স্ত্রী নাজনীন নিজাম। ২০২৫-২৬ সালের আয়কর রিটার্নে দেওয়া তথ্য অনুযায়ী সরওয়ার জামাল নিজামের মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ৪১ লাখ ৫ হাজার ৩৭৬ টাকা। আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখানো হয়েছে ৩১ লাখ ৮৪ হাজার ৮৪৩ টাকা। ৪ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা আয়কর দিয়েছেন তিনি। অন্যদিকে তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ ৯ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৭০৫ টাকা এবং বার্ষিক আয় ২২ লাখ ৯৬ হাজার ৪৮৮ টাকা। তিনি আয়কর রিটার্ন দিয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৮২১ টাকা।
হলফনামার তথ্য মতে, সরওয়ার জামাল নিজামের নগদ অর্থের পরিমাণ ৩৭ লাখ ৪৩ হাজার ৫৯২ টাকা এবং ব্যাংকে জমা আছে ২৩ লাখ ৯৬ হাজার ৮৮৪ টাকা । তাঁর স্ত্রীর কাছে নগদ আছে মাত্র ১৮ হাজার ৪৯২ টাকা আর ব্যাংকে জমা আছে ১১ লাখ ৬৫ হাজার ৪৬৩ টাকা। ২০ লাখ ৯৩ হাজার টাকার পাবলিক লিমিটেড কোম্পানীর এবং ৪৮ লাখ টাকার প্রাইভেট লিমিটেড কোম্পানীর শেয়ার রয়েছে নিজামের। অন্যদিকে তাঁর স্ত্রীর রয়েছে ৫১ লাখ ৫৬ হাজার টাকার পাবলিক লিমিটেড কোম্পানীর ও ২৪ লাখ টাকার প্রাইভেট লিমিটেড কোম্পানীর শেয়ার। স্বামী-স্ত্রীর দুইজনের মোট ১৫ ভরি স্বর্ণালংকার রয়েছে। এর মধ্যে নিজামের রয়েছে ৫ ভরি ও তাঁর স্ত্রীর ১০ ভরি। রাজধানীর গুলশান ও চট্টগ্রামের খুলশীতে দু’জনের নামেই রয়েছে বাড়ি। বর্তমানে তার কাছে কোন ব্যাংক ঋণ নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
হলফনামায় দেওয়া তথ্য মতে, বর্তমানে সরওয়ার জামাল নিজামের বিরূদ্ধে কোথাও কোন মামলা নেই। ২০২৮ সালে সিএমপির খুলশী থানায় তাঁর নামে দায়ের করা একটি মামলা ২০২৫ সালে নিস্পত্তি হয়েছে। মামলাটি থেকে তিনি খালাস পেয়েছেন বলে এতে উল্লেখ করা হয়েছে।
৬ষ্ঠ, সপ্তম ও অষ্ঠম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে দেওয়া এলাকার উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণ করা হয়েছিল বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি।
প্রসঙ্গত, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ আসনে ১৯৯৬ সালে আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবুকে হারিয়ে এবং ২০০১ সালে আতাউর রহমান খান কায়সারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির সরওয়ার জামাল নিজাম। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী, খেলাফত মজলিসের মো. ইমরান, গণ অধিকার পরিষদের মো. মুজিবুর রহমান চৌধুরী, এনডিএম এর মো. এমরান ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মুহাম্মদ রেজাউল মোস্তফা।
