বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী পাকিস্তানী তরুণী মালালা ইউসুফ জাইকে টুইটারে হত্যার হুমকি দেয়া হয়েছে। ‘তহরিক-ই-তালিবান পাকিস্তান’ এর প্রাক্তন মুখপাত্র এহসান এ হুমকি দিয়েছেন বলে টুইটারে জানিয়েছেন লন্ডনে অবস্থানরত মালালা।
মালালাকে উদ্দে্শ্য করে দেয়া হুমকিতে তহরিক-ই-তালিবান পাকিস্তান এর প্রাক্তন মুখপাত্র বলেন, ‘আমাদের মধ্যে পুরোনো হিসাব এখনও বাকি আছে। সেগুলো মিটমাট করতে তোমার ঘরে ফেরা উচিৎ। তবে এইবার আর কোনো ভুল হবে না।’
২০১২ সালের অক্টোবর মাসে স্কুল থেকে ফেরার সময় মালালাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এহসান। সেই সময় তাঁর বয়স ছিল পনেরো। মুখোশধারী আততায়ীর গুলি তার বাম ভুরু ঘেষে কাঁধে এসে লাগে। ভাগ্যক্রমে তিনি প্রাণে রক্ষা পান। ২০১৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।