
নিউজ মেট্রো ডেস্ক :
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর শুক্রবার তিনি প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
দেশটির জাতীয় দৈনিক ‘ডেইলী নিউজ’ এর প্রতিবেদনে বলা হয়, সকাল ১০টায় শপথ শেষে তিনি বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে আমি যত শপথ নিয়েছি সেসবের চেয়ে আজকের এই শপথ ব্যতিক্রম। শোকাবহ এক পরিস্থিতির মধ্য দিয়ে আমি আজ দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলাম।’
