Home অর্থনীতি চট্টগ্রামে ফিউচার অব বিজনেস লিডারশীপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে ফিউচার অব বিজনেস লিডারশীপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0
চট্টগ্রামে ফিউচার অব বিজনেস লিডারশীপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নিউজ মেট্রো ডেস্ক
পরবর্তী প্রজন্মের ব্যবসায়ী নেতৃত্বকে যথাযথ জ্ঞানের মাধ্যমে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে টেকসই উন্নয়নের জন্য প্রস্তুত করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘ফিউচার অব বিজনেস লিডারশীপ’ শীর্ষক কর্মশালা। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক এন.এ. এর সহযোগিতায় দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র যৌথ উদ্যোগে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুই দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 চট্টগ্রামের রপ্তানিমূখী, স্থানীয় ও পাবলিক লিমিটেডসহ মোট ১৪টি কোম্পানী থেকে ১৭জন স্বনামধন্য ব্যবসায়ী নেতা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কনিবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি । চিটাগাং চেম্বার সভাপতি ও বিসিই’র চেয়ারম্যান মাহবুবুল আলম, সিটি ব্যাংক এন.এ. বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার এন রাজা শেখারণ (শেখার) সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
আইবিএর পরিচালক প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার মূখ্য সমন্বয়ক হিসেবে কর্মশালা পরিচালনা করেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস’র ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী জেনারেল ট্রানজিশন অব লিডারশীপ বিষয়ে সারগর্ভ বক্তব্য রাখেন এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ড. হিল্লোল বালা ডিসরাপ্টিভ টেকনোলজি এন্ড ডিজিটালাইজেশন বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি সালমান এফ রহমান এমপি তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশীরা মূলতঃ উদ্যোক্তা এবং সরকার তাদের এই উদ্যোগগুলোকে ও নতুন প্রজন্মের ব্যবসায়ী নেতৃবৃন্দকে ৪র্থ ও ৫ম শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে অর্থনীতি ও দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।
সিটি ব্যাংক এন.এ. বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার এন রাজা শেখারণ (শেখার) বলেন-সিটি ব্যাংক এন.এ. বাংলাদেশ বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের জন্য ‘ভিশনারী লিডারশীপ ফর গ্রোথ স্ট্র্যাটেজি এন্ড গভর্ণ্যান্স’ এই  কর্মশালা আয়োজনে সহায়তা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি এই কর্মশালা প্রশিক্ষণার্থীদের নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার জাতীয় স্বপ্ন বাস্তবায়নে সরকারি প্রচেষ্টার সম্পূরক হিসেবে চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃত্বকে আরও শক্তিশালী করতে চিটাগাং চেম্বার এই উদ্যোগ গ্রহণ করেছে। চট্টগ্রামকে সত্যিকার অর্থে আকর্ষণীয় বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রে রূপান্তরিত করতে সম্ভাবনার সদ্ব্যবহার করার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের ব্যবসায়ী নেতৃবৃন্দকে যথাযথভাবে প্রস্তুত এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তিত প্রেক্ষাপট সম্পর্কে ও জাতীয় লক্ষ্য অর্জনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করতে হবে। তাহলে তাদের প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদে টেকসই হিসেবে গড়ে উঠবে।
আইবিএর পরিচালক প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন-নেতৃত্ব হচ্ছে একটি প্রতিষ্ঠানের মস্তিষ্ক যা উক্ত প্রতিষ্ঠানের কর্মকান্ডসমূহ দক্ষতার সাথে পরিচালনা করে। কাজেই নেতৃত্বের সক্ষমতার সর্বোচ্চ বিকাশ না হলে প্রতিষ্ঠানের টেকসই হওয়াটা অত্যন্ত ঝুঁকির মুখে পড়ে। তাঁদেরকে অবশ্যই যেসব পরিবর্তন সাধিত হচ্ছে তার চেয়ে এগিয়ে থাকতে হবে এবং একই সাথে মানবিক মূল্যবোধের সাথে সর্ম্পক রাখতে হবে।
স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন-পারিবারিক ব্যবসার ক্ষেত্রে সফলভাবে নেতৃত্বের পরিবর্তন নিশ্চিত করতে হলে অংশীজনদের যথা-কর্মচারী, অংশীদার সবাই যেন দীর্ঘমেয়াদে একসূত্রে গাঁথা হয়।
সিটি বাংলাদেশের হেড অব কর্পোরেট এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং শামস জামান প্রথম দিন জুমের মাধ্যমে অংশগ্রহণ করেন এবং এই কর্মসূচীর আওতায় চলতি মাসের শেষে সিসিসিআই ও বিসিই’র সাথে একটি ভার্চুয়াল ডায়ালগ আয়োজন করা হবে বলে জানান।
অন্যান্যদের মধ্যে চিটাগাং চেম্বারের পরিচালক  এস. এম. আবু তৈয়ব, মোঃ শাহরিয়ার জাহান, সালমান হাবীব, ব্যবসায়িক নেতৃবৃন্দের মধ্যে বেইজ টেক্সটাইল’র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনোয়ার শাহাদাত, সিপিডিএল’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, কনফিডেন্স সিমেন্ট’র ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ, লুব-রেফ বাংলাদেশ’র পরিচালক সালাউদ্দিন ইউসুফ, থিয়ানিস এ্যাপারেলর পরিচালক আজিজুর রহমান খান,  কেএসআরএম স্টীল প্ল্যান্টস লিঃ এর পরিচালক সরোয়ার জাহান, এম. আলম গ্রুপের পরিচালক মেহেরুবা মাহবুব ও র‌্যাংগস এফসি প্রোপার্টিজর সিইও তানভীর শাহরিয়ার কর্মশালায় অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here