Home বিশ্বজুড়ে দুই সপ্তাহের রিমান্ডে অং সান সুচি

দুই সপ্তাহের রিমান্ডে অং সান সুচি

0
দুই সপ্তাহের রিমান্ডে অং সান সুচি

নিউজ মেট্রো ডেস্ক

সেনা অভ্যুত্থানে গ্রেফতার মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসীর (এনএলডি) প্রধান অংসান সুচিকে দুই সপ্তাহের রিমান্ডে নেয়া হয়েছে। আমদানি-রফতানি আইন লংঘনের অভিযোগে দায়ের করা এক মামলায় দাখিনাথিরি আদালত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর রিমান্ড মঞ্জুর করে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, এনএলডির মুখপাত্র তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্য্ন্ত রিমান্ডে থাকবেন সুচি। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরূদ্ধেও দুর্যোগ ব্যবস্থাপনা আইন লংঘনের অভিযোগ আনা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেইপিদোতে সু চির বাসায় অভিযানের সময় বেশ কিছু ওয়াকিটকি রেডিও জব্দ করা হয়েছে বলে আদালতকে জানায় পুলিশ। এসব রেডিও অবৈধভাবে আমদানি করা এবং কোনো ধরনের অনুমতি ছাড়াই সেগুলো ব্যবহার হচ্ছিল।

এদিকে, এনএলডির অনেক শীর্ষস্থানীয় নেতা ও আইনপ্রণেতাদেরও আটক করে সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপিকে দুজন আইনপ্রণেতা জানান, রাজধানী একটি সরকারি হাউজিং কমপ্লেক্সে উন্মুক্ত বন্দীশালায় অন্তত ৪০০ আইনপ্রণেতাকে আটকে রাখা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সকালে এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় সদ্য নির্বাচিত এনএলডি সরকার। দেশটির সেনাবাহিনী ওই দিন এনএলডি প্রধান অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন্ট মিন্টসহ বেশ কিছু রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here