চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা পুলিশের নতুন ভবন উদ্বোধন হচ্ছে শুক্রবার। এদিন সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল এর উদ্বোধন করবেন।
২০১৭ সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। চার তলা বিশিষ্ট নান্দনিক এ ভবনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, গত তিন বছর ধরে হালিশহর জেলা পুলিশ লাইনের একটি ভবন অস্থায়ীভাবে জেলা পুলিশের কার্যালয় হিসাবে ব্যবহার হয়ে আসছে। নতুন ভবন উদ্বোধনের পর থেকে এখানেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।