Home রাজনীতি গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাত রশিদেের পদত্যাগ

গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাত রশিদেের পদত্যাগ

0
গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাত রশিদেের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক :
সদ্য ঘোষিত রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে পদত্যাগ করেছেন যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ।  সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে রিফাত রশীদ আর নেই। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে রিফাত রশিদ লিখেছেন, নতুন ছাত্রসংগঠন “গণতান্ত্রিক ছাত্র সংসদ” এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই কমিটিতে আমার নাম ঘোষণা করার আগে আমার থেকে কনফার্মেশন নেয়া হয়নি। দফায় দফায় আলোচনা হয়েছিলো কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ফলত অনুমতি ব্যতীত আমার নাম কমিটিতে রাখায় আমি এই পদ থেকে সরে এসেছি।
নতুন ছাত্র সংগঠন এ প্রাথমিকভাবে বলা হয়েছিলো আমি সদস্য সচিব হবো। এরপর আমাকে সেখান থেকে সরিয়ে মুখ্য সংগঠক, পরবর্তীতে সেখান থেকেও সরিয়ে মুখপাত্র করার প্রস্তাবনা করে। সবশেষে সেখান থেকেও মাইনাস করে আমাকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আসার প্রস্তাব করে। মুখপাত্র পোস্ট পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই আমি কালেক্টিভ স্বার্থের কথা ভেবে মেনে নিয়েছি। যখন যুগ্ম সদস্য সচিব হিসেবে নাম প্রস্তাব করা হয় তখন আমি স্পষ্টভাবেই জানিয়ে দেই, এই ছাত্র সংগঠনে আমি থাকবো না। এইটা জানিয়ে দেয়ার পর আর কোনো মিটিং, সংগঠন গঠনের ক্ষেত্রে সার্চ কমিটি এবং লিটারেচার টিমের কোনো কাজের সাথেই যুক্ত ছিলাম না। আমি পুরোপুরি এই সংগঠন গঠনের সমস্ত প্রসেস থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম।

সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখা হয়েছে বলে জানান আহ্বায়ক আবদুল বাকের মজুমদার।
জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক বেশ কিছু সমন্বয়কের নেতৃত্বে  গত বুধবার বিকেলে নতুন এই সংগঠন আত্মপ্রকাশ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here