Home অর্থনীতি বাংলাদেশী পণ্যের ওপর ৩৭% শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশী পণ্যের ওপর ৩৭% শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

6
বাংলাদেশী পণ্যের ওপর ৩৭% শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

নিউজমেট্রো ডেস্ক :

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ‍প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প বিভিন্ন েদেশের ওপর পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপের তালিকা প্রকাশ করেছেন।

রয়টার্স এর খবরে জানা যায়, প্রকাশিত তালিকায় বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপের কথা উল্লেখ রয়েছ।  পাকিস্তানের ওপর ২৯ শতাংশ, ভারতের ওপর ২৬ শতাংশ, চীনের ওপর ৩৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের কথা উল্লেখ আছে। এতদিন বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ। ট্রাম্পের নতুন সিদ্ধান্তের বাংলাদেশী পণ্যের শুল্কের হার দ্বিগুণেরও বেশি বেড়ে গেল।

বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়ায় ৪৯ শতাংশ, ভিয়েতনামে ৪৬ শতাংশ, শ্রীলঙ্কায় ৪৪ শতাংশ, থাইল্যান্ডে ৩৬ শতাংশ, তাইওয়ানে ৩২ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩২ শতাংশ, সুইজারল্যান্ডে ৩১ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৩০ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ২৫ শতাংশ, জাপানে ২৪ শতাংশ, মালয়েশিয়ায় ২৪ শতাংশ, ইসরায়েলে ১৭ শতাংশ, ফিলিপাইনে ১৭ শতাংশ, সিঙ্গাপুরে ১০ শতাংশ, যুক্তরাজ্যে ১০ শতাংশ, তুরস্ক, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়া এবং কম্বোডিয়ায় ১০ শতাংশ করে শুল্ক আরোপের কথা উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে, যার মধ্যে তৈরি পোশাকের পারিমাণ ৭৩৪ কোটি ডলার। নতুন করে শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

6 COMMENTS

  1. Alright, so I stumbled upon ok9989 the other day. Interface is clean, and they’ve got a decent selection. Depositing was a breeze, which is always a plus in my book. Worth a look if you’re searching around. ok9989

  2. Hey, slotoro – if you’re into slots, they do have a wide selection. I’m not a huge slots guy myself, but I spent an hour or so just spinning away. Not a life-changer, but a reasonable way to kill some time.

Leave a Reply to ok9989 Cancel reply

Please enter your comment!
Please enter your name here