Home বিশ্বজুড়ে ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ

2
ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ

নিউজমেট্রো ডেস্ক :

ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া পোস্টে বলা হয়, সোমবার দিনব্যাপী বিক্ষোভ হতে পারে। গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকাসহ সারা দেশে গণবিক্ষোভে অংশ নেওয়া এবং প্রতিবাদ দেখানোর পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্ভাব্য যানজট ও দূতাবাস অভিমুখে প্রতিবাদ সমাবেশের কারণে ঢাকার মার্কিন দূতাবাস সোমবার বিকেলের সেবা সীমিত করবে।

এতে বলা হয়, শান্তিপূর্ণভাবে করার উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভগুলো সংঘর্ষে রূপ নিতে পারে। সহিংসতায় পরিণত হতে পারে। তাই মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত। যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়ে বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। স্থানীয় ঘটনাবলিসহ আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন।

সতর্কবার্তায় বলা হয়, বিক্ষোভ এলাকা এড়িয়ে চলুন, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করুন, ভিড় এড়িয়ে চলুন, জরুরি যোগাযোগের জন্য সর্বদা চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখুন। এছাড়া এ-সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য ঢাকায় মার্কিন দূতাবাসে করুন।

2 COMMENTS

  1. Okay, so I gave tk88vina a shot and gotta say, it’s pretty decent! The games loaded quickly, and I saw some familiar titles which made me happy. I wish they had a little more variety though. But overall, not bad! Check it out for yourself –> tk88vina

Leave a Reply to tk88vina Cancel reply

Please enter your comment!
Please enter your name here