নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩ মে ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করতে প্রতিটি বিভাগের সফর করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বুধবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।
সভায় দেশের আট বিভাগে মহাসমাবেশ সফল করার লক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল রোববার সকাল ৭টায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় এক যৌথ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন— মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা হাসান জামিল, মুফতী আজহারুল ইসলাম, মুফতী জাকির হুসাইন কাসেমী, মুফতী শরিফুল্লাহ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা ইমরানুল বারি সিরাজী প্রমুখ।
Was a bit skeptical at first, but km88legit seems legit. Payouts are quick, which is the most important thing. km88legit
Yo, check out f1685vip! I saw some stuff on there that piqued my interest. If you’re into this kinda thing, don’t sleep on it. Here’s the link: f1685vip