Home বিশ্বজুড়ে ফিলিস্তিনে হামাসের ৭৫% সুড়ঙ্গ এখনো অক্ষত

ফিলিস্তিনে হামাসের ৭৫% সুড়ঙ্গ এখনো অক্ষত

6
ফিলিস্তিনে হামাসের ৭৫% সুড়ঙ্গ এখনো অক্ষত

নিউজমেট্রো ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৭৫ শতাংশ সুড়ঙ্গ এখনো অক্ষত রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ খনো মাত্র ২৫ শতাংশ সুড়ঙ্গ ধ্বংস করতে পেরেছে । নিরাপত্তা বিভাগের সূত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।

নিরাপত্তা বিভাগের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, মিশর থেকে গাজা উপত্যকার পথে বেশিরভাগ সুরঙ্গ এখনো অক্ষত রয়েছে।

গত ফেব্রুয়ারিতে নিউজ টুয়েলভকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, আমি নিজের চোখে বেশ কয়েকটি সুড়ঙ্গ মিশরে প্রবেশ করতে দেখেছি; কোনোটি বন্ধ, কোনোটি খোলা ছিল।

আইডিএফ নিউজ টুয়েলভকে জানিয়েছে, যুদ্ধাঙ্গন ছেড়ে সাধারণ মানুষের মাঝে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। সরাসরি যুদ্ধ এড়ানোর জন্য কেউ কেউ টানেলে লুকিয়ে রয়েছেন বলেও দাবি তাদের।

প্রসঙ্গত, ইসরাইলের বোমা, বিমান ও ড্রোন হামলা থেকে বাঁচতে সুড়ঙ্গে আশ্রয় নিয়ে থাকেন হামাস যোদ্ধারা। তারা গাজার বিভিন্ন স্থানে সুড়ঙ্গ বানিয়ে সেখানে আশ্রয় নেন। এসব সুড়ঙ্গ ধ্বংস করতে ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী দফায় দফায় হামলা করেছে। কিন্তু এখনো তারা পুরোপুরি সফল হতে পারেনি।

6 COMMENTS

  1. Hey guys, just tried out spinph7. Not bad, not bad at all! Solid selection of games and things ran pretty smoothly. I’d give it a go if you’re looking for something new. Check it out here: spinph7

Leave a Reply to bet169 bóng đá Cancel reply

Please enter your comment!
Please enter your name here