Home অর্থনীতি  ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর যাত্রা শুরু  ডিসেম্বরের প্রথম সপ্তাহে

 ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর যাত্রা শুরু  ডিসেম্বরের প্রথম সপ্তাহে

0
 ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর যাত্রা শুরু  ডিসেম্বরের প্রথম সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক :

সমস্যাগ্রস্থ পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর যাত্রা শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় নতুন এই ব্যাংকের অনুমোদন  দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ তথা জানা গেছে।

একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’কে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকল না অর্থ মন্ত্রণালয়ের। এর আগে অর্থ মন্ত্রণালের আবেদনের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর প্রাথমিক অনুমোদন দেয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের। যেখানে আরজিএসসি থেকে কোম্পানি নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলাসহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর।

অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। মতিঝিল অফিসে নতুন ব্যাংকের নির্ধারিত হিসাব খোলার কাজ ইতোমধ্যে চলছে। রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।