Home অপরাধ মায়ানমারে সিমেন্ট পাচার : দু’টি বোটসহ ২৩ জন আটক

মায়ানমারে সিমেন্ট পাচার : দু’টি বোটসহ ২৩ জন আটক

0
মায়ানমারে সিমেন্ট পাচার : দু’টি বোটসহ ২৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহির্নোঙ্গর এলাকা ১৭৫০ বস্তা সিমেন্ট ভর্তি দু’টি ইঞ্জিন বোটসহ ২৩ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সিমেন্টগুলো মায়ানমারে পাচার করা হচ্ছিল বলে নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

নৌবাহিনী সূত্র জানায়, একটি পাচারকারী চক্র ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় টহলে নিয়োজিত থাকা বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুলাহ কুতুবদিয়া বাতিঘর হতে ৪৬ মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনী জাহাজ বোট দু’টিকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। নৌবাহিনী জাহাজ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ এবং ‘এফবি রুনা আক্তার’ নামক দুইটি বোট আটক করে। আটককৃত বোটগুলো তল্লাশি করে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং  ৩২ টি মোবাইল জব্দ করা হয় । এ সময় চোরাকারবারী দলের ২৩জন সদস্যকেও আটক করা হয়। জব্দকৃত মালামাল ও আটকৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।