Home বন্দর নগরী দেশে ভাগ-যোগের মহৌৎসব চলছে : খসরু

দেশে ভাগ-যোগের মহৌৎসব চলছে : খসরু

0
দেশে ভাগ-যোগের মহৌৎসব চলছে : খসরু
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীন সরকার মানুষের সাংবিধানিক, গণতান্ত্রিক, নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভাগ-যোগের মহৌৎসব চলছে।
পাঁচ বছর ধরে কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তি দাবিতে শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরীকে শতাধিক মিথ্যা মামলা দিয়ে বেআইনীসাবেক জেলে আটক রাখা হয়েছে দাবি করে সাবেক মন্ত্রী আমির খসরু বলেন, ২০১৬ সালের ১৫মে ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে দফায় দফায় রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। দেয়া হয় রাষ্ট্রদ্রোহ মামলা। আইনী লড়াইয়ে তিনি ৬ মাসের মধ্যে জামিন পেলেও তাঁকে মুক্তি না দিয়ে শতাধিক মিথ্যা ও সাজানো মামলায় গ্রেফতার দেখানো হয়। সবগুলো মামলায় জামিন লাভের পর গত ৩ জানুয়ারি ঢাকার শাহবাগ থানায় ৮ বছর আগের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ফের তাঁর রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে  জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও পুলিশ মাত্র একদিন জিজ্ঞাসাবাদ শেষে বাকি জিজ্ঞাসাবাদের জন্য এক মাস সময় চেয়ে আবেদন করেছে আদালতে। আগামী ৯ মার্চ এ আবেদনের শুনানির তারিখ রয়েছে।
তিনি বলেন, আইনের শাসন অনুসরণ করলে আসলাম চৌধুরীকে জামিন না দেয়ার কোন উপায় নেই্। কিন্তু সরকার আইনী প্রক্রিয়া চালাতে দিচ্ছেনা। জামিন নিতে গেলে সরকারের একের পর এক সময়ের আবেদন এর অর্থই হলো তাঁকে জেলে আটকে রাখা। দেশে বিরোধীদলীয় নেতাকর্মীরা যে প্রতিনিয়ত রাজনৈতিক  প্রতিহিংসার শিকার হচ্ছে তাঁর জলন্ত উদাহরণ আসলাম চৌধুরী।
সংবাদ সম্মেলনে অবিলম্বে আসলাম চৌধুরীর মুক্তি দাবি করে আমির খসরু বলেন, তাঁকে অন্যায়ভাবে আটক রাখার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদেরও এর জন্য একসময় জবাবদিহি করতে হবে।
বিএনপি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিন জেলার উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিন জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, উত্তর জেলার সহ সভাপতি চাকসু ভিপি নাজিম উদ্দিন, নগর বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here