Home বিশ্বজুড়ে ডব্লিউইএফ এর তরুণ নেতার তালিকায় মাশরাফি

ডব্লিউইএফ এর তরুণ নেতার তালিকায় মাশরাফি

1
ডব্লিউইএফ এর তরুণ নেতার তালিকায় মাশরাফি

নিউজ ‍মেট্রো ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার নাম স্থান পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডাব্লিউইএফ) এর বিশ্বের তরুণ নেতাদের তালিকায়। তালিকায় এশিয়ার ১০জন সহ পৃথিবীর বিভিন্ন দেশের ১১২জন তরুণ নেতাকে অন্তর্ভূক্ত করা হয়েছে।  বুধবার এ বছরের তালিকা প্রকাশ করে সংস্থাটি।

ডব্লিউইএফ প্রতিবছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শাসনব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণ নেতাদের নিয়ে ‘ইয়াং গ্লোবাল লিডারস’ তালিকা তৈরি করে। ৪০ বছরের কম বয়সীরাই এই তালিকার জন্য বিবেচিত হন।

মাশরাফি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্ব অর্থনৈতিক ফোরাম লিখেছে, ক্রিকেটের বাইরে মাশরাফি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নড়াইলের মানুষের দারিদ্র্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য তিনি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।

রাবিশ্বে ঘোষিত ১১২ জন তরুণ নেতার মধ্যে একজন হলেন মাশরাফি। আর দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে বাছাইকৃত ১০ জন তরুণ নেতার মধ্যে একজন তিনি। বাংলাদেশ থেকে এই খেতাব পেয়েছেন শুধুমাত্র মাশরাফি।
আফ্রিকা থেকে ৯, আসিয়ান অঞ্চল থেকে ৯, অস্ট্রেলেশিয়া ও ওশেনিয়া থেকে ২, ক্যারিবীয় থেকে ১, ইউরেশিয়া থেকে ২, ইউরোপ থেকে ২৩, গ্রেটার চায়না থেকে ৯, জাপান থেকে ১, কোরিয়া ও উত্তর এশিয়া থেকে ৩, লাতিন আমেরিকা থেকে ৯, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে ১৩, নর্থ আমেরিকা থেকে ২০ ও দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত করা হয়েছে ১০ জনকে।
দক্ষিণ এশিয়া থেকে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ), অদিতি অবস্তি (ভারত), শ্রীকান্ত বল্লা (ভারত), মালেকা বোখারি (পাকিস্তান), নির্ভানা চৌধুরী (নেপাল), গজল কালরা (ভারত), শ্রিবর খেরুকা (ভারত), আমেয়া প্রভু (ভারত), হৃদয় রবীন্দ্রনাথ (ভারত) এবং হিতেশ বাধওয়া (ভারত)।

২০১৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকের নাম ওই তালিকায় স্থান পেয়েছিল।

1 COMMENT

Leave a Reply to kkkkph Cancel reply

Please enter your comment!
Please enter your name here