Home দেশজুড়ে চট্টগ্রাম জেলা বারের নির্বাচন ১৬ এপ্রিল :  নতুন তফশিল ঘোষণা

চট্টগ্রাম জেলা বারের নির্বাচন ১৬ এপ্রিল :  নতুন তফশিল ঘোষণা

7
চট্টগ্রাম জেলা বারের নির্বাচন ১৬ এপ্রিল :  নতুন তফশিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১৬ এপ্রিল ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের নতুন তফশিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশন এ তফশিল ঘোষণা করে।

তফশিলে আগামী ১০ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে বার লাইব্রেরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। ১২ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র বৈধতা সংক্রান্ত আপত্তি শুনানি ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়  রাখা হয়েছে ২৭ জানুয়ারি।  প্রার্থী স্বয়ং উপস্থিত হয়ে মুখ্য নির্বাচনী কর্মকর্তা বরাবরে লিখিতভাবে আবেদনক্রমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন উপলক্ষে গেল বছরের ৩০ ডিসেম্বর প্রথম দফায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। পরবর্তীতে ওই নির্বাচন কমিশন বাতিল করে ফের চলতি বছরের ১৪ জানুয়ারি নির্বাচন কমিশন গঠন করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি। নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে নির্বাচনের মাত্র ৬ দিন আগে মুখ্য নির্বাচনী কর্মকর্তাসহ পূর্ণ কমিশন পদত্যাগ করেছিলেন। এরপর ১৬ ফেব্রুয়ারি অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরীকে আহ্বায়ক করে অ্যাডভোকেট শামসুল আলম, সৈয়দ আনোয়ার হোসেন, জহুরুল আলম ও রফিক আহাম্মদকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী, ৬০ দিনের মধ্যে এই কমিটি নির্বাচন আয়োজন করার কথা।

 

7 COMMENTS

  1. WW88luck is a site I keep coming back to. Their game selection is huge, and they’re always adding new stuff. Plus, their customer support is pretty responsive, which is always a good sign. Give them a go here: ww88luck

Leave a Reply to ww88luck Cancel reply

Please enter your comment!
Please enter your name here