Home অপরাধ বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার

6
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন। মঙ্গলবার (৮এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমের বিরূদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মোরশেদ আলম ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি বেসরকারি টেলিভিশন আরটিভিরও চেয়ারম্যান।

 

6 COMMENTS

  1. Yo, 66winbet is interesting. It’s got a good selection, and the interface is easy to navigate. Give it a try if you’re hunting for some new options. Decent odds, and the payouts were smooth. See for yourself: 66winbet.

Leave a Reply to fo88bet Cancel reply

Please enter your comment!
Please enter your name here