নিজস্ব প্রতিবেদক :
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন। মঙ্গলবার (৮এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমের বিরূদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মোরশেদ আলম ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি বেসরকারি টেলিভিশন আরটিভিরও চেয়ারম্যান।
Fo88bet, seems pretty legit. Good sports betting odds, and the casino section is decent too. Nothing groundbreaking, but solid overall. I’d recommend checking it out. fo88bet
Lovejilislot caught my eye. Been spinning a few reels there, and it’s got a decent payout rate. Nothing crazy, but keeps you entertained. Give it a whirl at lovejilislot.