নিজস্ব প্রতিবেদক :
রেলের এক টাকা আয় করতে আড়াই টাকা খরচ হয় উল্লেখ করে বিদ্যুৎ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এভাবে হলে চলবে না। এটি দুই টাকার নিচে নিয়ে আসতে হবে। তিনি বলেন, রেলসেবাকে আরো উন্নত করতে আমরা বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছি। রেল ওর্য়াকশপের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য এগুলোকে রিপেয়ার, মেইন্টেন্যান্স এবং এসেম্বলি ওর্য়াকশপে পরিণত করা হবে।
শুক্রবার নগরীর সিআরবিতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। এসময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, রেল সচিব মো: ফাহিমুল ইসলাম, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, দেশের সব রেল হাসপাতালকে রেলওয়ে হাসপাতাল ও জেনারেল হাসপাতালে পরিণত করবো। বিশেষজ্ঞ ডাক্তার এবং সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে, যাতে মানুষ চিকিৎসার জন্য আশ^স্ত বোধ করে। এখানে রেলের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও চিকিৎসা সেবা নিতে পারবে। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপর চাপ কমবে।
গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অর্ন্তবর্তী সরকার গ্রীষ্ম মৌসুমে যাতে লোডশেডিং কম হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে। জনগণকে বিদ্যুতের অপচয় রোধ করতে হবে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখতে হবে। তারপরও যদি লোডশেডিং হয় সেটা প্রথমে ঢাকায় হবে, পরে দেশের অন্য জায়গায় হবে। আগের মত শুধু গ্রামে হবে না।
ফাওজুল কবীর খান বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্প কাজের অগ্রগতি হয়েছে। তবে একটা বিষয় দেখে খারাপ লাগছে, খালগুলো পরিষ্কার করার কিছুদিনের মধ্যে মানুষ আবারো ময়লা ফেলে ভরাট করে ফেলছে। আমি বিভাগীয় কমিশনারকে বলেছি স্থানীয় মানুষদের সাথে নিয়ে তাদেরকে এসব ব্যাপারে সচেতন করার পাশাপাশি কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। তাহলে জলাবদ্ধতা থেকে চট্টগ্রামের মানুষের মুক্তি মিলবে।
Hey everyone! Just stumbled upon casinomexok and I’m liking what I see. Solid selection of games and the website is easy to navigate. Give it a whirl and see what you think. You can visit them here: casinomexok
Alright, feelin’ like a high roller on fun222vip! It has exclusive games only available for vip members. Gotta try this out and maybe become a vip member someday! Come play at fun222vip: fun222vip