Home বন্দর নগরী শিরীতলায় চলবে নববর্ষের অনুষ্ঠান, ডিসি হিলে বাতিল

শিরীতলায় চলবে নববর্ষের অনুষ্ঠান, ডিসি হিলে বাতিল

6
শিরীতলায় চলবে নববর্ষের  অনুষ্ঠান, ডিসি হিলে বাতিল

নিজস্ব প্রতিবেদক :

মঞ্চ ভাংচুরের ঘটনার পর চট্টগ্রামে ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান বাতিল করা হলেও সিআরবির শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান চলবে। নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ফারুক তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার নগরীর ডিসি হিলে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের কর্মসূচী ছিল। প্রায় ৫০টি সংগঠন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়ার জন্য তালিকাভূক্ত হয়। এর মধ্যে রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ,  ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ শ্লোগান দিয়ে ৪০-৫০ জন লোক অতর্কিতে হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর করে এবং ব্যানার ছিড়ে ফেলে।

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সদস্য সচিব সুচরিত দাশ খোকন জানান, সোমবারের অনুষ্ঠানের জন্য আমরা যখন মঞ্চ প্রস্তুতের কাজ শেষ করে ফিরে যাচ্ছিলাম তখন হঠাৎ একদল লোক এসে সেখানে হামলা চালায়। হামলাকারী আমার ব্যানার ছিলে ফেলে এবং মঞ্চ ভাংচুর করে। এ ঘটনায় বর্ষবরণ অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য সংগঠনগুলো নিরাপত্তাহীনতার কারণে আসতে আগ্রহী হচ্ছেনা। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা ও প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছি।

সংশ্লিষ্টরা জানান, প্রায় ২০টি সংগঠনকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে তাদের ডিসি হিলের অনুষ্ঠানে না রাখার নির্দেশনা দিয়ে রোববার বিকেলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের কাছে তালিকায় পাঠানো হয় জেলা প্রশাসন থেকে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে আয়োজকরা। এর মধ্যে সন্ধ্যায় মঞ্চে হামলার ঘটনার পর তারা  অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেয়।

এদিকে, সোমবার সকাল সাতটা থেকে সিআরবি শিরীষতলায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর সার্বিক প্রস্তুতি নিয়েছে নববর্ষ উদযাপন পরিষদ। পরিষদের সদস্য সচিব ফারুক তাহের বলেন, আমাদের দুই দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে রোববার বিকেলে বিভিন্ন সংগঠনের অংশ গ্রহণে বর্ষবিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে যথারীতি বর্ষবরণ অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে।

6 COMMENTS

  1. Jonhbet, never heard of ’em before but gave them a punt. Pretty standard bookie, decent odds on football, not much else to rave about. The desktop site looks a bit dated, could do with a refresh. Still, if you’re just after some simple footy betting, it’ll do the job: jonhbet

Leave a Reply to straykidsjuegosd Cancel reply

Please enter your comment!
Please enter your name here