নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনায় পরিচালিত হাসপাতালগুলোতে এখন থেকে সাধারণ জনগণও চিকিৎসা সেবা নিতে পারবেন। বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ সোমবার রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান নিজ নিজ দপ্তরের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ হাসপাতালগুলো স্বাস্থ্য সেবা বিভাগের সাথে যৌথভাবে চিকিৎসা সেবা প্রদান করবে। তবে সমঝোতা স্মারক অনুযায়ী, রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী এবং রেলপোষ্য ও যাত্রী সাধারণের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা পূর্বের ন্যায় বহাল থাকবে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন শহরে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভীড় থাকে। অন্যদিকে রেলওয়ের হাসপাতালগুলোতে রোগীর উপস্থিতি একেবারেই কম। এমতাবস্থায়, রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় রেলওয়ে হাসপাতালগুলো সর্ব সাধারণকে সেবাদানের উদ্দেশ্যে পরিচালিত হলে অধিক সংখ্যক মানুষ স্বাচ্ছন্দ্যে স্বাস্থ্য সেবা পাবেন।
বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এ সমঝোতা স্মারকের শর্তানুযায়ী যৌথভাবে স্বাস্থ্য সেবা বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় পরিচালিত হবে। বর্তমান জনবল কাঠামোর অধীন নিয়োগকৃত জনবলের প্রশাসনিক ও সংস্থাপনিক কার্যক্রম বাংলাদেশ রেলওয়ের আওতায় পূর্বের ন্যায় বহাল থাকবে।
রেলওয়ে হাসপাতালে বিদ্যমান জনবল কাঠামোতে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ না থাকায় উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সংযুক্তিতে পদায়নে স্বাস্থ্য সেবা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সমঝোতা স্মারকের আওতায় রেলওয়ে হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার পর সেবা প্রদান ফি বাবদ আদায়কৃত অর্থের ব্যবস্থাপনা সরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী পরিচালিত হবে।
হাসপাতালসমূহের সার্বিক ব্যবস্থাপনার জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে এবং স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি থাকবে এবং প্রতিটি হাসপাতালের জন্য পৃথক পৃথক স্থানীয় যৌথ ব্যবস্থাপনা কমিটি থাকবে। এই ব্যবস্থাপনা কমিটির গঠন ও কার্যপরিধি সরকার আদেশের মাধ্যমে নির্ধারণ করবে।
অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান, এবং রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
666BetCasino, huh? Had a quick peek at 666betcasino. The website’s a bit dated, but they have a surprisingly good selection of games. Be careful out there, always gamble responsibly!
Downloading from pk555gamedownload. Hoping this is legit and not some kinda virus. Fingers crossed for some good gaming! Download from pk555gamedownload pk555gamedownload
Yo, been trying to get into my pkr777 account and using pkr777login to get access. Seems to work alright. Hope it helps you too if you are looking for an alternative way to log in. pkr777login
I’ve been hanging out on 88tbet. They have a good mix of casino games and sports betting. The live dealer games are pretty sweet! Give them a shot: 88tbet
Cần link 188bet mới nhất hả? Link188betmoinhat là chuẩn bài rồi! Chơi mượt mà, không lo bị chặn. Anh em vào chiến thôi! Check out link188betmoinhat
Been looking at mm68. Seems pretty interesting so far. Definitely worth a look, might have found my new favorite spot. See for yourself: mm68