Home গণমাধ্যম মুক্তিযোদ্ধা সাংবাদিক সাবের আহমদ আসগারীর ইন্তেকাল

মুক্তিযোদ্ধা সাংবাদিক সাবের আহমদ আসগারীর ইন্তেকাল

2
মুক্তিযোদ্ধা সাংবাদিক সাবের আহমদ আসগারীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগারী মঙ্গলবার (৭অক্টোবর) বিকেল চারটা দশ মিনিটের সময় চট্টগ্রাম নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বুধবার বাদে যোহর নগরীর জমিয়াতুল ফালাহ ময়দানে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
সাবের আহমদ আসগারী ১৯৬৯ সালের গণআন্দোলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশ গ্রহণ করেন এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান করেন। চট্টগ্রামের আরেক মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী জানান, মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সাবের আহমদ আসগারী চট্টগ্রামের সাত সদস্যের আঞ্চলিক কমান্ডের একজন কমান্ডার হিসেবে মিরসরাই, সীতাকুন্ড ও সন্দ্বীপের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন সাপ্তাহিক হলিডে পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন।

 

2 COMMENTS

  1. Sup everyone! Gave 76n a go the other night. The layout is clean and easy to use, which is always a plus. Game selection is decent too. Worth a quick peek at 76n.

Leave a Reply to 76n Cancel reply

Please enter your comment!
Please enter your name here