Home অর্থনীতি বিকেএমইএ সদস্যদের সহযোগিতার আশ্বাস বন্ড কমিশনারের

বিকেএমইএ সদস্যদের সহযোগিতার আশ্বাস বন্ড কমিশনারের

0
বিকেএমইএ সদস্যদের সহযোগিতার আশ্বাস বন্ড কমিশনারের

নিউজ মে্ট্রো ডেস্ক

বন্ড কাস্টমস কমিশনরাট চট্রগ্রাম এর কমিশনার এ কে এম মাহবুবুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে তৈরী পোশাক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে, আর সে লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। বন্ড কমিশনারেটের পক্ষ থেকে বিকেএমইএর সদস্যদের কে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন তিনি।

বুধবার বন্ড অফিসে তাঁর সঙ্গে  সৌজন্য সাক্ষাতে মিলিত হন বিকেএমইএ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পরিচালক  মোঃ হাসান, মির্জা মোঃ আকবর আলী চৌধুরী, আহমেদ নুর ফয়সাল, বিকেএমইএর সাবেক পরিচালক মোঃ ফজলুল কাদের, বিকেএমইএর সদস্য সিরাজুল ইসলাম হাওলাদার।

বিকেএমইএ নেতৃবৃন্দ কমিশনারকে দায়িত্বভার গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, বন্ড কমিশনারেট পরিচালনার ক্ষেত্রে ব্যবহারকারীদের সাথে পরামর্শ গ্রহণ করে গার্মেন্টস্ সেক্টরের আমদানি ও রপ্তানি সংক্রান্ত বিরাজমান সমস্যা সমূহ নিরসনে সচেষ্ট হবেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার মাহফুজুল হক ভুঁইয়া, বিকেএমইএর সিনিয়র যুগ্ম সচিব মোঃ আলতাফ উদ্দিন, সহকারী সচিব হিমেল বডুয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here